পাবনার ঈশ্বরদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা-ঈশ্বরদী সড়কের অরনকোলা হারুখালী মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম সবুজ মিয়া (৩৫)। তিনি পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের বড় মাটিয়া এলাকার খোকন প্রামাণিকের ছেলে। আহতরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্টপুর গ্রামের বাবু মিয়া (৩০), চুকাই এলাকার মো. শিমুলের ছেলে নাজমুল হক (৩০) এবং মুন্সীগঞ্জের গজারিয়ার ওহেদ মিয়ার ছেলে মো. আশরাফুল (৩৫)। ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে দুটি ট্রাকেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাক দুটির ভেতরে চালকসহ তিন-চারজন আটকা পড়লে তাদের উদ্ধার করা হয়। এর মধ্যে ট্রাক চালক সবুজ...