বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি সৃষ্টি হওয়ার ঘোষণা দিয়েছে আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯ টার দিকে প্রচারিত বার্তায় এ ঘোষণা দেওয়া হয়। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটিকে ঘূর্ণিঝড় হিসেবে বিবেচনা করছে না। তাদের হিসেব মতে, বাতাসের স্থিতি ৩ মিনিট সাময়িক সময়ের জন্য হলেও বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটারের ওপরে উঠে তাহলে এটাকে ঘূর্ণিঝড় ঘোষণা করতে পারে। কিন্তু জয়েন্ট টাইফুন ওয়ানিং সেন্টার সাগরের সিস্টেম গুলোকে বাতাসে স্থিতি ১ মিনিট ধরে হিসেব করে। সেই হিসেবে গভীর নিম্নচাপটিকে ঘূর্ণিঝড় ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে...