খুলনা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) আওতাধীন ২১ জেলায় প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার বিদ্যুৎ লাইন বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ পুরোনো ও জরাজীর্ণ লাইনের মাধ্যমেই বছরের পর বছর বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি এবং তীব্র হচ্ছে গ্রাহক ভোগান্তি। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে খুলনা, যশোর ও বরিশাল অঞ্চল। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এ লাইনগুলোর সংস্কার না হওয়ায় পরিস্থিতি দিনদিন আরও খারাপের দিকে যাচ্ছে। নতুন করে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কোম্পানিকে পড়তে হচ্ছে নানা কারিগরি জটিলতায়। চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতায় এ অঞ্চলগুলোর মানুষের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং, ভোল্টেজ ড্রপ, ট্রান্সফরমার বার্নআউট এবং লাইনের দুর্ঘটনা। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ওজোপাডিকোর আওতাধীন লাইন রয়েছে ১২ হাজার ৮৪৭ কিলোমিটার। গ্রাহক সংখ্যা রয়েছে প্রায় ১৭ লাখ। এরমধ্যে...