বাংলাদেশে বিনিয়োগের নিরাপদ ও নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে দীর্ঘদিন ধরেই মধ্যবিত্তের অন্যতম ভরসাসঞ্চয়পত্র। ব্যাংকের তুলনায় বেশি মুনাফা ও তুলনামূলক নিরাপদ বলে অনেকে সংসারের খরচের একটি বড় অংশও সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভর করে থাকেন। ফলে সঞ্চয়পত্র এখন শুধু বিনিয়োগ নয়, সামাজিক সুরক্ষারও একটি অংশে পরিণত হয়েছে। বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের চার ধরনের সঞ্চয়পত্র রয়েছে—পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। প্রতিটির মুনাফার হার কাছাকাছি হলেও রয়েছে কিছু ভিন্ন বৈশিষ্ট্য ও শর্ত। গত জুলাই থেকে সরকার সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে। এখন দেখা যাক, কোন সঞ্চয়পত্রে কত মুনাফা পাওয়া যাচ্ছে— সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদপূর্তিতে মুনাফা১১.৯৩% সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে ৫ম বছর শেষে মুনাফা১১.৯৮% সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা১১.৮০%👉 সঞ্চয়পত্রগুলোর...