ফিলিস্তিনের দুর্ভিক্ষ কবলিত ছিটমহল গাজা অভিমুখী আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলার অন্তত ১৩টি নৌযানের গতিরোধ করে প্রায় ২০০ আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি নৌবাহিনী। কিন্তু তাদের বাধা সত্ত্বেও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) ৪০টি নৌযানের মধ্যে অন্তত ২৬টি গাজার দিকে এগিয়ে যাচ্ছে ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা। এগুলোর মধ্যে কয়েকটি গাজার উপকূলরেখার প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটারের (৩১-৩৭ মাইল) মধ্যে পৌঁছে গেছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলো গাজার সমুদ্রপথে আরোপ করে রাখা ইসরায়েলি নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করছে। লাইভ ট্র্যাকার দেখাচ্ছে এখন সুমুদ ফ্লোটিলার ‘মাইকেনো’ নামের অন্তত একটি নৌযান গাজার জলসীমায় প্রবেশ করেছে। তবে ইসরায়েলি বাহিনী নৌযানটির নিয়ন্ত্রণ নিয়েছে কি না, তা পরিষ্কার হওয়া যায়নি। গত কয়েক ঘণ্টার ইসরায়েলি বাহিনী যে দুইশর মতো আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে তাদের...