বছর ঘুরে অন্নপূর্ণার আগমনে দেশের মন্দির-মণ্ডপে আনন্দের লহর বইছিল; দশমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা তাকে বিদায় জানাচ্ছেন অশ্রুজলে। দশমীতে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকের বাদ্য, শঙ্খনাদ আর উলুধ্বনিতে পূজা মণ্ডপে চলছে দেবীর কাছে মঙ্গলকামনা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৯টার পর থেকে বিহিত পূজার মধ্য দিয়ে দশমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জন হয়। দুপুরে হয় সিঁদুর খেলা ও অন্যান্য আনুষ্ঠানিকতা। আনন্দ উৎসবের এই লগ্ন বিকালে শেষ হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। ফের দেবীকে মর্ত্যের পৃথিবীতে আমন্ত্রণ জানাতে অপেক্ষা করতে হবে এক বছর। বিজয়া দশমীর দিনটি ভক্তদের কাছে একদিকে যেমন উৎসবের, অন্যদিকে বেদনার। ঢাকেশ্বরী মন্দিরে রাজরূপা চক্রবর্তী নামের এক ভক্ত বললেন, "এবার পূজা ভালো কেটেছে। আজকে তো একদিকে আনন্দ হচ্ছে, আবার মাকে বিদায় দেওয়ার বেদনাও আছে। সবার জন্য মঙ্গল কামনা...