টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন। বুধবার (১ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে ফোর্বসের বিলিয়নিয়ার্স সূচকে দেখা যায়, মাস্কের সম্পদ দাঁড়িয়েছে ৫০০.১ বিলিয়ন ডলার। তবে দিনশেষে তা সামান্য কমে ৪৯৯ বিলিয়ন ডলারের ওপরে অবস্থান নেয়। টেসলা, স্পেসএক্স ও এক্সএআই-এর শেয়ারমূল্য বেড়ে যাওয়ায় মাস্কের এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে টেসলার শেয়ারের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। বুধবার নিউইয়র্কে বাজার বন্ধ হওয়ার সময় টেসলার শেয়ার আগের দিনের তুলনায় ৩.৩ শতাংশ বেশি দামে লেনদেন হয়। ফোর্বস জানায়, বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হলেন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তার সম্পদ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার। গত মাসে ওরাকলের শেয়ারের দাম ৪০ শতাংশের বেশি বাড়ায় এলিসন...