গাজামুখী ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলার গতিরোধ ও সেখান থেকে গ্রেটা থুনবার্গসহ মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ও ‘জলদস্যুতা’ আখ্যা দিয়েছে তুরস্ক ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এদিকে ফ্লোটিলার গতিরোধের প্রতিবাদে শুক্রবার সাধারণ ধর্মঘট ডেকেছে ইতালির সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন। ত্রাণবাহী বহর আটকাতে ইসরায়েলের ‘নির্লজ্জ কাণ্ডের’ প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছে তারা। আন্তর্জাতিক ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) দিকে ২০টি নৌযান এগিয়ে যাচ্ছে এমন খবর আসার পরপরই বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে প্রতিবাদ শুরু হয়। এগুলোর মধ্যে মাদ্রিদ, মেক্সিকো সিটি, বুয়েনস এইরেস ও বোগোতা অন্যতম। ইতালিতেও নেপলসসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স; নেপলসে বিক্ষোভকারীরা মূল রেলস্টেশন আটকে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটায়। ফিলিস্তিনি ছিটমহল গাজায় ত্রাণ সরবরাহ ও সমুদ্রপথে আরোপ করা ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে ৪০টিরও বেশি...