স্কোয়াডেই ছিলেন সান্দিপ লামছানে। তার পরও তাকে খেলতে দেখা গেল না একটি ম্যাচেও। দলের সবচেয়ে বড় তারকা মাঠের বাইরে থাকায় গুঞ্জন ছড়িয়েছিল অনেক, জেগেছিল প্রশ্ন। তার চোটের কোনো খবরও জানা যায়নি। অবশেষে সেটি খোলাসা করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। সিরিজের প্রথম ম্যাচে একদম শেষ সময়ে নিজে থেকেই সরে দাঁড়ান এই লেগ স্পিনার, পরের দুই ম্যাচ থেকে তাই বরখাস্ত করা হয় তাকে! বোলিং আক্রমণের মূল অস্ত্রকে ছাড়াই অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক সাফল্য পায় নেপাল। শারজাহতে সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের ২-১ ব্যবধানে হারায় এশিয়া উঠতি শক্তি আইসিসি এই সহযোগী দেশটি। বিবৃতিতে সিএএন জানায়, গত সোমবার সিরিজের প্রথম ম্যাচের টসের স্রেফ ১৫ মিনিট আগে লামিছানে জানান, তিনি ম্যাচটি খেলতে পারবেন না। দলের নির্ভরযোগ্য ক্রিকেটারের সেই সিদ্ধান্ত গোটা দল ও বৃহত্তরভাবে...