২০২৪ সালের জুলাই মাসের শুরু থেকে সেই বছরের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশজুড়ে কোটা সংস্কার আন্দোলন তীব্রভাবে ছড়িয়ে পড়ে এবং ক্রমেই তা ভয়াবহ রূপ ধারণ করে। শুরুতে শিক্ষার্থীরা ন্যায়সঙ্গত দাবির পক্ষে সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলন চালিয়ে যান, যা পুরো দেশজুড়ে ব্যাপক সামাজিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। প্রথমদিকে কোটা সংস্কার আন্দোলন সাধারণ ছাত্র-জনতার ন্যায্য দাবি হিসেবে শুরু হলেও, তা পরবর্তীতে আন্দোলনের পরিধি দ্রুত রাজনৈতিক মোড় নেয় এবং শেষ পর্যন্ত এসে তা রূপ নেয় এক দফা দাবিতে। যা তৎকালীন সরকারের পতনের দাবি ছিল। সেই দাবির মুখেই ক্ষমতার পালাবদল ঘটে। তবে এই আন্দোলনের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত অধ্যায় ছিল পুলিশ ও সিভিল পোশাকধারী সন্ত্রাসীদের যৌথ হামলা, যেখানে দিনের আলোয় ছাত্রদের বুকে গুলি চালানো হয়। সাক্ষী ও স্থানীয় রাজনৈতিক সূত্রমতে, জুলাই আন্দোলনের সময় পুলিশের পাশাপাশি...