ভোলা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুপ্রীম কোর্টের (আপিল বিভাগ) আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় মানুষের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। আমরা যখন ৩১ দফা নিয়ে মানুষের কাছে যাই, দেখতে পাই একজন গ্রামের মানুষও ৩১ দফা পড়ে সন্তোষ প্রকাশ করছেন। তাই জাতির কল্যাণে ৩১ দফার বিকল্প নেই। তিনি বুধবার সন্ধ্যায় চরফ্যাশনের আবদুল্লাহপুর ইউনিয়নে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার উঠান বৈঠকে এ কথা বলেন। অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া আরও বলেন, যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে, তারা বিএনপির কেউ নয়; শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা মানুষের অকল্যাণ হয় এমন কাজ করতে পারে না। মানুষের...