গাজার উদ্দেশ্যে আসা আন্তর্জাতিক ত্রাণ নৌবহরগ্লোবাল সুমুদ ফ্লোটিলা-র ওপর রাতে ইসরায়েলি নৌবাহিনী অভিযান চালিয়ে অন্তত১৩টি নৌকা আটককরেছে এবং নৌকাগুলোর থেকে প্রায়২০০–৩০০জনের কাছাকাছি অংশগ্রহণকারীকে ধরে নিয়েছে — এতে রয়েছেন সুইডিশ অধিকারকর্মীগ্রেটা থানবার্গ-ও। আটক করা হয়েছে বিভিন্ন দেশের সংসদ সদস্য, আইনজীবী, সাংবাদিক ও পরিবেশ ও মানবাধিকার কর্মীদের। ইসরায়েল জানিয়েছে আটককৃতদের নিরাপদভাবে একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে; সেখানে তাদের আইনি প্রক্রিয়া ও টিকা/চিকিৎসা ব্যবস্থা বিস্তারের কথা বলা হয়েছে। কিছু রিপোর্ট বলছে — আটকদারীদের প্রথমে স্থানীয় ইসরায়েলি বন্দরে নেয়া হয়েছে এবং পরে আইনগত বা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের ভাগ্য নির্ধারণ করা হবে (কিছু ক্ষেত্রে রদবদলের মাধ্যমে বহিরাগত দেশে ফেরত পাঠানো হতে পারে)। একই সঙ্গে একটি জাধুরী সময় (ইহুদি ধর্মীয় অনুষ্ঠান/ছুটির কারণে) বিচারিক ব্যবস্থার কার্যকারিতা সীমিত থাকার ফলে তাদের আইনি অবস্থান কয়েকদিন “অস্থায়ী লিম্বো”-য় থাকতে...