ফিলিস্তিনের গাজাবাসীর জন্য জীবন রক্ষাকারী ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরে ‘নিরস্ত্র ও বেসামরিক’ অধিকারকর্মীদের ওপর ইসরায়েলের ‘ভীতি প্রদর্শন ও বলপ্রয়োগের’ ঘটনায় ‘কঠোর ভাষায়’ নিন্দা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম এ নিন্দা জানান। গাজা অভিমুখী নৌবহরে থাকা ১৩টি নৌযান সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে বহরটির সঙ্গে থাকা ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে। আটক হয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও। প্রতিক্রিয়া জানাতে গিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লিখেছেন, মানবিক একটি অভিযানকে আটকে দিয়ে ইসরায়েল কেবল ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি নয়; বরং বিশ্ববিবেকের প্রতিও চরম অবজ্ঞা দেখিয়েছে। এ নৌবহর অবরুদ্ধ থাকা মানুষদের সংহতি, সহানুভূতি ও ত্রাণের প্রত্যাশার প্রতীক। আনোয়ার ইব্রাহিম সতর্ক করে দিয়ে লিখেন, ইসরায়েলের জবাবদিহি নিশ্চিত করতে, বিশেষ করে মালয়েশিয়ার...