বলিউডে ‘আট ঘণ্টা কাজ’-এর দাবি ঘিরে যখন উত্তাল বিতর্ক, তখন সামনে এলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী রানি মুখার্জি। দীপিকা পাড়ুকোনের ‘কল্কি’ সিকুয়েল ছাড়ার খবর যখন আলোচনার কেন্দ্রবিন্দু, ঠিক সেই সময়েই কাজ ও ব্যক্তিজীবনের সূক্ষ্ম ভারসাম্য নিয়ে অকপটে মুখ খুললেন রানি। তার খোলামেলা অভিজ্ঞতার স্বীকারোক্তি যেন নতুন করে নাড়া দিল চলচ্চিত্র জগৎকে।রানি জানান, মেয়ে আদিরার জন্মের পর তিনি যখন 'হিচকি'র শুটিং করছিলেন, আদিরা তখন ১৪ মাসের। তাকে দুধপান করানোর জন্য তিনি একটি কঠোর রুটিন মেনে চলতেন। তিনি সকালে দুধ পাম্প করে বেরিয়ে যেতেন এবং ইউনিট ও পরিচালকের সহায়তায় ৬-৭ ঘণ্টার মধ্যেই শুটিং শেষ করতেন। এতে ট্রাফিক শুরু হওয়ার আগেই তিনি দুপুরের মধ্যে বাড়ি ফিরে আসতে পারতেন।তিনি বলেন, ‘এই বিষয়গুলো এখন আলোচনায় এসেছে কারণ হয়তো মানুষ বাইরে এগুলো নিয়ে কথা বলছে। কিন্তু...