তালেবান প্রশাসন সম্প্রতি আফগানিস্তানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাকে ‘ইন্টারনেট নিষেধাজ্ঞা’ বলে ছড়িয়ে পড়া গুজব বলে উড়িয়ে দিয়েছে। তারা দাবি করেছে, পুরনো ফাইবার-অপটিক কেবল প্রতিস্থাপনের কাজই এ সমস্যার কারণ। বুধবার (১ অক্টোবর) এক চ্যাট গ্রুপে পাকিস্তানি সাংবাদিকদের দেওয়া তিন লাইনের বিবৃতিতে তালেবান কর্মকর্তারা বলেন, ‘ইন্টারনেটে নিষেধাজ্ঞা আরোপ করেছি বলে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।’ গত সোমবার থেকে দেশটিতে ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা বিঘ্নিত হওয়ার পর এটিই তালেবান সরকারের প্রথম সরকারি ভাষ্য। ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস এর আগে নিশ্চিত করেছিল যে ৪ কোটি ৩০ লাখ মানুষের দেশ আফগানিস্তানে সম্পূর্ণরূপে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, তালেবান প্রশাসন তাদের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধের অভিযোগ অস্বীকার করলেও, নেতা হাইবাতুল্লাহ আখুনজাদার ‘অনৈতিক কর্মকাণ্ড’ বন্ধের নির্দেশনার অংশ হিসাবে ইতিমধ্যে দেশের কয়েকটি প্রদেশে...