চার বছর পর গত ৩০ সেপ্টেম্বর ভারতে শুরু হয়েছে ওমেন্স ওয়ানডে বিশ্বকাপ। আজ (বৃহস্পতিবার) প্রথম ম্যাচ খেলার মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দলের। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। আজ বিকাল সাড়ে ৩টায় শ্রীলংকার রাজধানী কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ৭ অক্টোবর ভারতের গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। ১০ অক্টোবর গুয়াহাটিতে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ১৩ অক্টোবর ভারতের ভিশাখাপত্তনমেতে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ১৬ অক্টোবর ভারতের একই ভেন্যুতে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ২৮ অক্টোবর বাংলাদেশ খেলবে বিশ্বকাপের এবারের আসরের স্বাগতিক ভারতের বিপক্ষে। বিশ্বকাপ মিশন শুরুর আগে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, ‘আমরা মানসিকভাবে অনেক কাজ করেছি। আমাদের দলে ম্যাচ জেতানোর মতো সামর্থ্য আছে। তবে সেই বিশ্বাসটাই তৈরি করতে হতো।...