নিলামের আগে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন রাভিচান্দ্রান অশ্বিন। ছয় অঙ্কের ভিত্তিমূল্য ছিল একমাত্র যে তারই! নিলামের পরও আলোচনার কেন্দ্রে তিনিই। তবে এবার কারণটা ভিন্ন ধরনের। ভারতের অফ স্পিনিং গ্রেট নিলামে কোনো দলই পাননি! আইএল টি-টোয়েন্টির তিনটি আসর হয়ে গেলেও প্রথম নিলাম হলো এবারই। আগে কেবল সরাসরি চুক্তিই ছিল। প্রথম নিলামে বুধবার দল পাওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় চমক আন্দ্রে ফ্লেচার। নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার অভিজ্ঞ এই ক্যারিবিয়ান কিপার-ব্যাটার। ৮০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যের ক্রিকেটারকে ২ লাখ ৬০ হাজার ডলারে নিয়েছে এমআই এমিরেটস। টুর্নামেন্টের আগের তিন আসরে এই দলেই খেলেছেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার। এই দলে আছেন বাংলাদেশের সাকিব আল হাসানও। নিলামে তাকে ভিত্তিমূল্য ৪০ হাজার ডলারে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। চমকের তালিকায় অবশ্য ফ্লেচারের চেয়েও একদিক থেকে বড় বলা যায় স্কট কুরিকে।...