সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা টুনবার্গসহ আটক অধিকারকর্মীদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে ইসরায়েলি বাহিনী গাজার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটক করেছে এবং প্রায় ২০০ জনকে আটক করেছে। তাদেরকে নেওয়া হয়েছে আশদোদ বন্দরে। এ বন্দরের অবস্থান গাজার উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে। আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা টুনবার্গসহ বিভিন্ন দেশের আইনজীবী, সংসদ সদস্য ও মানবাধিকার কর্মীরা রয়েছেন। তাদেরকে এখন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।আরো পড়ুন:ধাওয়া-গ্রেপ্তার সত্ত্বেও গাজামুখী যাত্রায় ‘অবিচল’ ফ্লোটিলাগাজা ফ্লোটিলায় ইসরায়েলি হানা: দেশে দেশে বিক্ষোভ ধাওয়া-গ্রেপ্তার সত্ত্বেও গাজামুখী যাত্রায় ‘অবিচল’ ফ্লোটিলা বৃহস্পতিবার (২ অক্টোবর) এপির খবরে এ তথ্য জানানো হয়। গাজামুখী নৌযানে ইসরায়েলের হস্তক্ষেপের খবর প্রথমে জানানো হয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, “হামাস–সুমুদ...