এশিয়া কাপ শেষ না হতেই আরব আমিরাতে আবারও সিরিজের লড়াইয়ে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এই ম্যাচটি। এশিয়া কাপের হতাশা কাটিয়ে এই ম্যাচ দিয়ে ভালো সূচনা চান ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক। একই লক্ষ্য আফগানিস্তানেরও। ইনজুরির কারণে সুপার ফোরের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেন জাকের আলী অনিক। আফগানিস্তানের বিপক্ষেও দলে নেই লিটন। এখানেও জাকের আলী অনিকই ভরসা। সিরিজ শুরুর আগের দিন ফটোসেশনে আফগান অধিনায়ক রশিদ খানের সঙ্গে ছবিতে পোজ দিতে দেখা গেছে অনিককে। সিরিজ নিয়ে বেশ আশাবাদী ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বুধবার বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, ‘আমরা এখানে এসেছি এশিয়া কাপে ভালো ক্রিকেট...