চরম অভাব ও দেনার টাকা পরিশোধ করতে সদ্যপ্রসূত ছেলে সন্তানকে ৬৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর পিয়ারলেস প্রাইভেট হাসপাতালে। সন্তান বিক্রি করা ওই নারী ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বাসিন্দা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মহেশপুর পিয়ারলেস প্রাইভেট হাসপাতালে সিজার অপারেশনের মাধ্যমে সন্তান জন্মের পরই বিক্রির ঘটনাটি ঘটে। পরিবারের সদস্যরা জানান, চার মাসের গর্ভবতী থাকা অবস্থায় হৃদরাগে আক্রান্ত হয়ে তার স্বামী মারা যান। চরম সংকটে থাকা ওই নারীর স্বামী কিংবা বাবার বাড়িতে ঠাঁই মেলেনি, শেষে বৃদ্ধা নানির বাড়িতে তার ঠাঁই হয়। ওই নারী জানান, স্বামীর মৃত্যুর পর গর্ভাবস্থায় না স্বামীর বাড়িতে ঠাঁই পেয়েছেন, না বাবার বাড়িতে। নানির বাড়িতে থেকে ধার দেনা করে চলেছেন। তিনি বলেন, ক্লিনিকের খরচ ও সন্তান মানুষ করা আমার পক্ষে সম্ভব...