০২ অক্টোবর ২০২৫, ১১:৩৬ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১১:৩৬ এএম দিনাজপুরের চিরিরবন্দরে বেলতলী বাজারস্থ ব্যবসায়ী দীপক দাসের বাড়িতে বুধবার (১ অক্টোবর)রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। দীপক দাস জানিয়েছেন, পাশ্ববর্তী লালদিঘী পূজা মন্ডপে অবস্থানের কারণে বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা প্রাচীর টপকিয়ে প্রবেশ করে ঘরের দরজা ভেঙে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লক্ষ টাকা নিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক মাস ধরে চিহ্নিত চোরেরা গভীর রাত পর্যন্ত বাজারে ঘোরাঘুরি করছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। এই ঘটনায় বাজারের ব্যবসায়ী ও বাড়ির মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বেকারমুক্ত ও স্মার্ট বাংলাদেশ গড়তে বিএনপি একমাত্র বিকল্প: ড. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের লাঞ্ছিতের...