গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌকা এগিয়ে যাচ্ছে গাজী অভিমুখে। বৃহস্পতিবার সকালে ইন্সটাগ্রামে ফ্লোটিলার আয়োজকদের পোস্ট করা ছবি। ইসরায়েলি সেনারা গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ধাওয়া দিয়ে কয়েকটি নৌকায় উঠে গিয়ে দুই শতাধিক অধিকারকর্মীকে গ্রেপ্তার করার পরও গাজা অভিমুখী যাত্রায় অবিচল রয়েছে বাকি নৌকাগুলো। সেখান থেকে বার্তা আসছে, ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত তাদের পাল উড়বেই। ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে এক্সে দেওয়া এক পোস্টে ওই বার্তার তথ্য তুলে ধরে লেখেন, গাজার পথে তাদের মিশন ‘দৃঢ়ভাবে অগ্রসরমান’।আরো পড়ুন:গ্রেটা টুনবার্গসহ গাজা ফ্লোটিলার ২০০ জনকে আটক করেছে ইসরায়েলবুকে আবু সাঈদ হাতে বাংলাদেশ, গাজার পথে শহিদুল আলম গ্রেটা টুনবার্গসহ গাজা ফ্লোটিলার ২০০ জনকে আটক করেছে ইসরায়েল জরুরি সামগ্রী নিয়ে অবরোধ ভাঙার উদ্দেশ্যে গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলার অন্তত ১৩টি নৌকার অধিকার্মীদের গ্রেপ্তার করেছে...