গন্তব্য ভুলে নয়, ভাগ্য তাকে গতকাল রাতে ফিরিয়ে এনেছে বাংলাদেশে। নয়তো গতকাল বিকেলে শারজা ক্রিকেট স্টেডিয়াম রাশিদ খানের সঙ্গে ফটোসেশন করতে পারতেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তার জায়গায় ছিলেন জাকের আলী। ফর্ম হারিয়ে যিনি এখন আছেন প্রবল চাপে৷ তার নেতৃত্বেই আজ থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপের পরপরই আফগানিস্তান সিরিজ। এ কারণে দুবাইতেই ছিলেন ক্রিকেটাররা। আফগানিস্তানের আতিথিয়তা নেওয়ার আগে দুইদিন নিজেদের খরচে দুবাইতে অনুশীলন করেছে বাংলাদেশ। লিটনের চোটে অনাকাঙ্ক্ষিতভাবে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন জাকের আলী অনিক। এশিয়া কাপের শেষ দুই ম্যাচে ভারপ্রাপ্ত থাকলেও আফগান সিরিজে তিনি ভারমুক্ত। এই সিরিজ নিয়ে আশার কথা শুনিয়েছেন তিনি, ‘’আমরা এখানে এসেছিলাম এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে। সেটা হয়নি, ব্যাপারটা হতাশার। তবে এই সিরিজ খেলার জন্য মানসিকভাবে...