ফরিদপুরে র্যাবের পৃথক অভিযানে ২১ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–ইব্রাহিম মাতুব্বর, জিয়া উদ্দিন খান ও ইমরান মিয়া। বুধবার রাতে মাদারীপুরের শিবচর ও গোপালগঞ্জের মুকসুদপুর এলাকা থেকে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে। বুধবার র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রথম অভিযানটি পরিচালিত হয় মাদারীপুর জেলার শিবচর থানাধীন দওপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজার এলাকায়। গতকাল রাত ৯টার দিকে চালানো এই অভিযানে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১৬ (ষোল) কেজি গাঁজাসহ ইব্রাহিম মাতুব্বর ও জিয়া উদ্দিন খানকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত ১১টার দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বাটিকামারী ইউনিয়নের বাহারা মধ্যপাড়া এলাকায় আরেকটি অভিযানে চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের...