বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা এবং টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলারের বেশি নিট সম্পদের মালিক হয়েছেন। ফোর্বসের বিলিয়নিয়ার সূচক অনুসারে, বুধবার বিকেলে মাস্কের মোট সম্পদ ৫০০.১ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। যদিও দিনের শেষে এটি সামান্য কমে ৪৯৯ বিলিয়নের ওপরে দাঁড়ায়। মাস্কের সম্পদ মূলত টেসলার ১২ শতাংশের বেশি শেয়ার এবং তার অন্যান্য উদ্যোগ, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআই ও রকেট কোম্পানি স্পেসএক্স-এর বৃদ্ধি থেকে এসেছে। এই মাইলফলক মাস্কের বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে অবস্থানকে আরও দৃঢ় করেছে। ফোর্বসের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, যার সম্পদ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার। তবে এলিসন গত মাসে টেসলার শেয়ারের তুলনায় কিছু সময়ের জন্য মাস্ককে অল্প সময়ের জন্য ছাড়িয়ে গিয়েছিলেন। চলতি বছরে টেসলার শেয়ারের দাম ২০ শতাংশেরও বেশি...