মালয়েশিয়ার সুপরিচিত সেলস, মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন কোম্পানি মৈত্রী ইনফিনিটি এসডিএন. বিএইচডি. কুয়ালালামপুরে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা উৎসবে অংশ নিয়ে নতুন মাত্রা যোগ করেছে। রাজধানীর ব্রিকফিল্ডে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ সামাজিক-সাংস্কৃতিক উৎসবে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। আয়োজকরা জানিয়েছেন, এ বছরও তিন হাজারেরও বেশি দর্শনার্থী উপস্থিত ছিলেন, যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশি ও ভারতীয় প্রবাসী, স্থানীয় মালয়েশিয়ান নাগরিক এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত উচ্চপদস্থ পেশাজীবীরা। উৎসব প্রাঙ্গণে মৈত্রী ইনফিনিটি একটি স্টল স্থাপন করে, যেখানে কোম্পানির জনপ্রিয় ও পার্টনার ব্র্যান্ড প্রদর্শন ও বিক্রি করা হয়। প্রতিষ্ঠানটির মতে, এই অংশগ্রহণ তাদের প্রবাসী ও স্থানীয় ভোক্তাদের আরও কাছে পৌঁছাতে সাহায্য করবে এবং ব্যবসায়িক সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করবে। বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোছা. শাহানারা মনিকা ও প্রথম...