গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা কলম্বিয়ার দুই নাগরিককে ইসরায়েলি বাহিনী আটক করার পর কড়া প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলি কূটনৈতিক প্রতিনিধিদলকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের। বুধবার (২ অক্টোবর) রাতে প্রেসিডেন্ট পেত্রো এ ঘোষণা দেন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে অবশিষ্ট কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হলো এবং কলম্বিয়ায় অবস্থানরত সমস্ত ইসরায়েলি কূটনীতিককে দেশের বাইরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। গাজাবাসীর জন্য জরুরি ত্রাণ সহায়তা নিয়ে যাওয়ার পথে ইসরায়েলি নৌবাহিনীর হামলার শিকার হয়েছে প্রায় ৪৫টি ছোট-বড় জাহাজের সমন্বয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। সেই নৌবহরে ছিলেন কলম্বিয়ার দুই নাগরিক-মানুয়েলা বেদোয়া এবং লুনা বারেটো। গ্লোবাল মুভমেন্ট টু গাজার এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লোটিলা যখন সমুদ্রের বিপজ্জনক এলাকায় পৌঁছায়, তখনই ইসরায়েলি সেনারা নারী অভিযাত্রীদের অবৈধভাবে আটক করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ফ্লোটিলার বেশ...