মেহেরপুরের গাংনীতে বাঁশবাগান থেকে উদ্ধার হওয়া নবজাতকটি মারা গেছে। বুধবার (১ অক্টোবর) রাত আড়াইটার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে মারা যায় শিশুটি।গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী বলেন, উদ্ধার নবজাতকটির নাঁড়ি কাটা হয়নি এবং বাগানে ফেলে রাখায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গেল দুদিন সে মেহেরপুর জেনারেল হাসপাতালের ইনকিউবেটরে চিকিৎসাধীন ছিল। সন্ধ্যায় আইসিইউতে স্থানান্তর করা হয়, তবে গভীর রাতে শ্বাসকষ্টে মারা যায়।তিনি আরও বলেন, শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দাফন সম্পন্ন করা হবে।গাংনী থানার ওসি বানি ইসরাইল বলেন, শিশুটির বাবা-মায়ের সন্ধান পেতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। তবে এখনও তাদের হদিস মেলেনি। ভবিষ্যতে পরিচয় নিশ্চিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।বাঁশ বাগানে কান্নার শব্দ, খুঁজতে গিয়ে যা দেখা গেলগত ৩০ সেপ্টেম্বর দুপুরে মটমুড়া গ্রামের একটি বাঁশবাগান থেকে সদ্য ভূমিষ্ঠ কন্যাশিশুকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে...