নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের বিশাল পোশাক বাজারে দীর্ঘদিনের চীনা প্রভাব ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, আর এই তৈরি হওয়া শূন্যস্থানটি দ্রুত পূরণ করছে বাংলাদেশ। রপ্তানি থেকে আয়, পণ্যের পরিমাণ এবং প্রতিটি ইউনিটের গড় মূল্য—এই তিনটি প্রধান সূচকেই বাংলাদেশ এখন শক্তিশালী অগ্রগতি দেখাচ্ছে। যদিও মোট অর্থমূল্যে চীনের রপ্তানি এখনও বাংলাদেশের দ্বিগুণেরও বেশি, বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ বড় ধরনের অগ্রগতি অর্জন করবে। যুক্তরাষ্ট্রের শুল্ক কাঠামো বাংলাদেশকে একটি বড় ধরনের সুবিধা এনে দিয়েছে। যেখানে চীনা তৈরি পোশাকের ওপর পাল্টা শুল্ক প্রায় ১৪৫ শতাংশ পর্যন্ত পৌঁছায়, সেখানে বাংলাদেশের ক্ষেত্রে এই শুল্ক হার মাত্র ২০ শতাংশ। এর সঙ্গে মার্কিন কাঁচামাল ব্যবহার করে তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধাও পাচ্ছে বাংলাদেশ। রপ্তানিকারক উদ্যোক্তারা আত্মবিশ্বাসী যে, এই শুল্ক সুবিধার কারণে আগামী বছরগুলোতে চীন...