চোট কাটিয়ে ফিরে এখনো চেনা ছন্দে ফিরতে পারেননি জুড বেলিংহ্যাম। গত মৌসুমে এই ইংলিশ ফুটবলার ছিলেন দারুণ ছন্দে। তারই স্বীকৃতিস্বরূপ ২০২৪-২৫ মৌসুমের ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মিডফিল্ডার বেলিংহ্যাম।ফুটবল সমর্থকদের ভোটে রিয়াল মাদ্রিদ তারকা বেলিংহ্যামের সেরা হওয়ার কথা নিশ্চিত করেছে ইংল্যান্ড ফুটবল। আর্সেনালের মিডফিল্ডার ডেকলান রাইস দ্বিতীয় ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন তৃতীয় হয়েছেন।বিবেচিত সময়ে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আট ম্যাচ খেলে বেলিংহ্যাম গোল করেন একটি। অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির অধীনে ইউরোপের দ্বিতীয় সারি থেকে নেশন্স লিগের শীর্ষ সারিতে ফেরে ইংল্যান্ড। এরপর টমাস টুখেলের কোচিংয়ে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করে তারা। এখন পর্যন্ত বাছাইপর্বে পাঁচ ম্যাচের সবকটিতেই জিতেছে ইংলিশরা।২২ বছর বয়সী বেলিংহ্যাম ইংল্যান্ডের বাইরের কোনো ক্লাবে খেলে এই পুরস্কার জেতা মাত্র দ্বিতীয় ফুটবলার। এর আগে ২০০৬ সালে বায়ার্ন মিউনিখে খেলার...