ঘরের অনেকেই ফ্রিজের ওপর অতিরিক্ত জিনিস রাখার অভ্যাস গড়ে তোলেন। তবে কখনো কি ভেবে দেখেছেন, ফ্রিজের ওপর জিনিস রাখা ঠিক কতটা নিরাপদ? না, মোটেও নিরাপদ নয়। চিকিৎসক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, কিছু নির্দিষ্ট জিনিস ফ্রিজের ওপর রাখা একদমই উচিত নয়। এতে যেমন বাড়ে দুর্ঘটনার ঝুঁকি, তেমনি ক্ষতি হতে পারে ফ্রিজের কর্মক্ষমতারও। সম্প্রতিরিডার্স ডাইজেস্টেরএক প্রতিবেদনে ওঠে আসে এ তথ্য।তবে চলুন জেনে নেওয়া যাক, ফ্রিজের ওপর কোন ৯টি জিনিস রাখা একেবারেই ঠিক নয়—পাউরুটি বা বেকারি পণ্যফ্রিজের তাপমাত্রা ও বাতাসের কারণে পাউরুটি দ্রুত শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। যার ফলে এর মেয়াদও সময় কমে যায়। তাই পাউরুটি সংরক্ষণের জন্য ব্রেডবক্স ব্যবহার করাই সবচেয়ে উপযুক্ত।পানির বোতলের ঢাকনা বিভিন্ন রঙের হওয়ার রহস্য জেনে নিনরান্নার বই ও রেসিপি কার্ডঅনেকেই বই বা কাগজ ফ্রিজের ওপর রেখে...