বিশ্বখ্যাত প্রাইমেট বিশেষজ্ঞ ও সংরক্ষণবিদ ড. জেন গুডঅল ৯১ বছর বয়সে মারা গেছেন। তার প্রতিষ্ঠিত জেন গুডঅল ইনস্টিটিউট এই তথ্য নিশ্চিত করেছে। ইনস্টিটিউটের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, “ইথোলজিস্ট হিসেবে ড. গুডঅলের আবিষ্কার বিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। আমাদের প্রাকৃতিক বিশ্বের সুরক্ষা ও পুনরুদ্ধারে তিনি ছিলেন অক্লান্ত কর্মী।" জেন গুডঅল ১৯৩৪ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। স্নাতক ডিগ্রি না থাকলেও গবেষণার ওপর ভর করে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন। ১৯৬০ সালে তানজানিয়ার গম্বে স্ট্রিম ন্যাশনাল পার্কে মুক্ত-পরিবেশে বসবাসকারী শিম্পাঞ্জিদের আচরণ নিয়ে গবেষণা শুরু করেন। ১৯৭৭ সালে তিনি জেন গুডঅল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যা শিম্পাঞ্জি সংরক্ষণ এবং প্রাণী ও পরিবেশ রক্ষায় তরুণদের বিভিন্ন প্রকল্পে সহায়তা প্রদান করে। বিশ্বজুড়ে তাকে...