বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে। আইনশৃঙ্খলার উন্নয়ন হবে, আমাদের রপ্তানি বাড়বে, স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ যেসব সমস্যা আছে সেগুলো সমাধানে ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ জনগণের কাছে দায়বদ্ধ সরকার তৈরি হবে, যদি নির্বাচনে জনগণ তাদের রায় দেয়। তিনি বলেন, “আমরা শিল্পখাতে যে চাকরি ও কর্মসংস্থান হারানো গেছে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টির জন্য ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান করার সিদ্ধান্ত ও প্রোগ্রাম নিয়েছি। এছাড়া কোন খাতে কত আত্মকর্মসংস্থান হবে তার উপরও বিস্তারিত কাজ করা হয়েছে এবং কিভাবে বাস্তবায়ন করা হবে সেটারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।” বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পিআর প্রসঙ্গে তিনি বলেন,...