ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) নিলামে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। শুরুতে অবিক্রীত থাকলেও শেষ মুহূর্তে দুজনই খুঁজে পেয়েছেন দল। বাংলার দুই ক্রিকেটারের দলই বেশ শক্তিশালী স্কোয়াড গঠন করেছে আসন্ন আসরের জন্য।সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে কিনেছে মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। বাংলাদেশের মুদ্রায় প্রায় ৪৮ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে এমআই। অন্যদিকে, প্রায় ৯৬ লাখ টাকায় তাসকিনকে দলে নিয়েছে শারজা ওয়ারিয়র্স।আইএল টি-টোয়েন্টিতে এবারই প্রথমবারের মতো দল পেয়েছেন সাকিব ও তাসকিন। আইপিএলসহ বিশ্বের নামিদামি অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব খেললেও কখনো খেলেননি আইএল টি-টোয়েন্টিতে। অন্যদিকে তাসকিন গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেন। বিসিবি অনাপত্তিপত্র দিলে দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টিতে অভিষেক হবে এই টাইগার পেসারের।এমিরেটস স্কোয়াডে সতীর্থ হিসেবে একাধিক তারকা ক্রিকেটারকে পাচ্ছে সাকিব। জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, কামিন্দু...