সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে আট নারীসহ ১১ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির বরাতে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) শামিনুল হক জানান, বুধবার ( ০১ অক্টোবর) রাতে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর বিজিবি ওই রাতেই তাদেরকে এক সাধারণ ডায়েরির মাধ্যমে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেন। ৩০ সেপ্টেম্বর ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ তাদেরকে আটক করে। হস্তান্তরকৃত হলেন- ফজিলা খাতুন (৪৭), তার ছেলে মিলন গাজী (১৯), সবুজ মোড়ল (১২), রেশমা খাতুন (২২), রাজিয়া খাতুন (০৭), জাফারুল ইসলাম (৩৮), তার স্ত্রী রহিমা খাতুন (২৮), ছেলে জামশেদ আলী (১২), মেয়ে জীম সুলতানা (০৩), এলেম সরদার (৪৯),...