আজ বিকাল সাড়ে তিনটায় নারী বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে। নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ দল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ খেলবে। নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়েছে পরশু, যেখানে বৃষ্টি বিঘ্নিত উদ্বোধনী ম্যাচে ভারত ৫৯ রানে শ্রীলঙ্কাকে হারায়। গতকাল দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ৮৯ রানে হারিয়েছে। গত এপ্রিলে বাংলাদেশ নারী দল দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট পায়। পাকিস্তানের কাছে হেরে বাছাইপর্ব থেকে প্রায় ছিটকে পড়লেও পরবর্তী ম্যাচে নেট রান রেটের ব্যবধানের কারণে বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে হ্যামিল্টনে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। ওই বিশ্বকাপে বাংলাদেশ মাত্র একটি ম্যাচ জিতে সপ্তম স্থানে শেষ করেছিল। পাকিস্তানও একটি ম্যাচ জিতেছিল, তবে নেট রান...