নেপালের তারকা লেগস্পিনার সন্দীপ লামিচানেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ থেকে সাসপেন্ড করেছিল নেপাল ক্রিকেট বোর্ড। গত ২৭ সেপ্টেম্বর শারজাহতে প্রথম টি-টোয়েন্টি শুরু হওয়ার মাত্র ৪৫ মিনিট আগে হঠাৎ করে খেলতে অস্বীকৃতি জানান লামিচানে। এর ফলশ্রুতিতে তাকে এমন সাজা দেওয়া হয়। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, টসের মাত্র ১৫ মিনিট আগে লামিচান মাঠে নামতে অস্বীকৃতি জানান। এতে দল ও পুরো নেপালি ক্রিকেটের ওপর ‘গুরুতর প্রভাব’ পড়েছে বলে মনে করছে নেপালের ক্রিকেট বোর্ড। এরপর টিম ম্যানেজমেন্টের সুপারিশে গত ২৯ ও ৩০ সেপ্টেম্বরের ম্যাচে তাকে বেঞ্চে বসানো হয়। তবে টিম ম্যানেজমেন্টের কাছে লামিচানে স্বীকার করেন যে, তিনি মানসিকভাবে খেলতে প্রস্তুত ছিলেন না। লামিচানেকে ছাড়াই প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৯...