খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার ঘটনায় হত্যাসহ তিনটি মামলা করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সদর থানায় একটি এবং গুইমারা থানায় দুইটি হয়। এসব মামলায় হত্যা, ভাঙচুর, পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা ভঙ্গ করে দাঙ্গার অভিযোগ আনা হয়েছে।আরো পড়ুন:অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩নারায়ণগঞ্জে ডাকাত ধরতে গিয়ে হামলায় আহত র্যাব সদস্যরা নারায়ণগঞ্জে ডাকাত ধরতে গিয়ে হামলায় আহত র্যাব সদস্যরা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা ও গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী। এদিকে, বৃহস্পতিবার (২ অক্টোবর) সাপ্তাহিক হাটের দিন সকাল থেকে বাজারে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের লোকজন স্বাভাবিকভাবে আসতে শুরু করেছেন। খাগড়াছড়ির সব সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে, দোকানপাটও খোলা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে, এখনো ১৪৪ ধারা বহাল রেখেছে প্রশাসন। খাগড়াছড়ি...