গাজার উদ্দেশ্যে মানবিক সাহায্য বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অংশ হিসেবে দুই কলম্বিয়ান নাগরিককে ইসরায়েলি সেনাবাহিনী আটক করার পর কড়া প্রতিক্রিয়া জানিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলি কূটনৈতিক প্রতিনিধিদলকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট পেত্রো বলেন, ‘ইসরায়েলের সঙ্গে অবশিষ্ট কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হলো এবং কলম্বিয়ায় অবস্থানরত সমস্ত ইসরায়েলি কূটনীতিককে দেশের বাইরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হলো।’ আটক হওয়া দুই কলম্বিয়ান নাগরিক, ম্যানুয়েলা বেদোয়া এবং লুনা ব্যারেটো, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সদস্য ছিলেন। এই ফ্লোটিলা গাজায় ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। গ্লোবাল মুভমেন্ট টু গাজা জানিয়েছে, ফ্লোটিলা গাজা উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছানোর পর ইসরায়েলি সেনারা অভিযান চালিয়ে তাদের আটক করে। সংগঠনটি দাবি করেছে, এই অভিযান আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। এক বিবৃতিতে তারা...