বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে নাটকের শেষ নেই। নির্বাচনের একিবারে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তামিম ইকবালসহ বেশ কিছু ক্লাবের কাউন্সিলররা নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১৫ জন প্রার্থী। দুদকের অনুসন্ধানে থাকা ১৫ ক্লাবের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে পাল্টাপাল্টি লড়াই চলেছে। শেষ পর্যন্ত হাইকোর্টের আদেশে এই ১৫ ক্লাবকে ছাড়াই হবে নির্বাচন। এ বিষয়সহ আরও নানা বিষয়ে বিসিবির নির্বাচনে সরকারের হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সংশ্লিষ্ট ক্লাবের কাউন্সিলররা, প্রত্যাহার করেছেন মনোনয়নপত্র। তামিমের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফের অভিযোগ, তামিমরাই বরং নির্বাচন ফিক্সিং করার চেষ্টা করেছেন। এছাড়া কেউ একজন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে ফোন করে নির্বাচনের...