সারা দেশে সার বিক্রিতে জড়িত ডিলারদের সিন্ডিকেট ভাঙতে কৃষি মন্ত্রণালয় চূড়ান্ত করেছে নতুন নীতিমালা। ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫’ নামে এই নীতিমালা অনুমোদন করেছে কৃষি মন্ত্রণালয়। তবে নতুন নীতিমালায় ডিলারদের পরিচালন ব্যয় বাড়লেও কমিশন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি নীতিমালা করতে বর্তমান ডিলারদের মতামত নেওয়া হয়নি বা এ সংক্রান্ত সভায় তাদের আমন্ত্রণও জানানো হয়নি। নতুন এই নীতিমালা আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে বোরো মৌসুমে এই নীতিমালা বাস্তবায়নের ফলে সার সরবরাহ ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত ৩০ সেপ্টেম্বর কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির’ সভায় এই নীতিমালার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা...