জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নড়াইল জেলা সংগঠক এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. নাজমুল হাসান উজ্জল বলেছেন, অন্য প্রার্থীরা যতই সাহস দেখাক বা যাই বলুক না কেন, আল্লাহর ইচ্ছায় তিনি যে ভোট পাবেন, আগামীতে তারা তার এক-তৃতীয়াংশ ভোটও পাবে না।বুধবার (১ অক্টোবর) রাতে গোবরা এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।নাজমুল হাসান উজ্জল আরও বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে এনসিপিকে সহযোগিতা করুন। আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব। আগামীতে আপনারা এনসিপি-র সঙ্গে থাকবেন, এনসিপি-ও আপনাদের সঙ্গে থাকবে।’তিনি আবারও জোর দিয়ে বলেন, অন্য প্রার্থীরা যতই সাহস দেখাক বা যাই বলুক না কেন, আল্লাহর ইচ্ছায় আমরা যে ভোট পাব, আগামীতে তারা তার এক-তৃতীয়াংশ ভোটও পাবে না।তিনি এনসিপি-র পক্ষে কাজ করার আহ্বান জানান এবং এ সময় পূজা...