প্রশ্ন: মসজিদের পাশে মসজিদের চেয়ে উঁচু ভবন নির্মাণ করা কি নিষিদ্ধ? উত্তর:মসজিদের পাশে মসজিদের চেয়ে উঁচু ভবন নির্মাণ করা মসজিদের সম্মান-পরিপন্থি বিষয় নয়। এ ব্যাপারে কোরআন-হাদিসে কোনো নিষেধাজ্ঞাও বর্ণিত হয়নি। তাই মসজিদের পাশে মসজিদের চেয়ে উঁচু ভবন নির্মাণ করা নিষিদ্ধ হওয়ার কোনো কারণ নেই। ইসলামে সবচেয়ে সম্মানিত ও গুরুত্বপূর্ণ মসজিদ মক্কার মসজিদুল হারামের আশেপাশে মসজিদুল হারামের চেয়ে উঁচু উঁচু ভবন রয়েছে। এটাকে আলেমগণ মাসজিদুল হারামের সম্মান-পরিপন্থি মনে করেননি। ইসলামে মসজিদ অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ নিদর্শন। কোরআনে আল্লাহ মসজিদকে নিজের দিকে সম্পৃক্ত করেছেন এবং মসজিদ আবাদকারীদের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন, একমাত্র তারাই আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে, সালাত কায়েম করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায়, ওরা...