ছবি: শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পিপি আব্দুল মান্নান; পাশে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হযরত আলী। শেরপুরে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিনকে ঘিরে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান। বুধবার (১ অক্টোবর) রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি রাষ্ট্রপক্ষের পিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামি চন্দন পালের জামিন শুনানিতে আমি জোরালোভাবে বিরোধিতা করেছি। তবে আদালত স্বাধীনভাবে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এখানে আমার কোনো ব্যক্তিগত প্রভাব নেই।” তিনি অভিযোগ করেন, “রাজনৈতিক উদ্দেশ্যে একটি মহল ফেসবুকের ভুয়া আইডি ও পেজ থেকে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এতে বিচার প্রক্রিয়াকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার ভাবমূর্তি...