বিষয়টি নিশ্চিত করছেন শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ জুলহাস উদ্দিন। পুলিশের এই কর্মকর্তা জানান, ভোরে কাচপুর ব্রিজের ওপরে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। সেটিকে সড়ানোর জন্য ট্রাক চালক আরেকটি ট্রাকের সাহায্যে সেটিকে সরাতে গেলে ঢাকামুখী লেনের সড়ক বিভাজনের সঙ্গে ট্রাকটি আটকে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকগুলো আটকে যাওয়ায় তারা অন্যান্য পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছিল। পরে শিমরাইলের সাজেদা হাসপাতাল সংলগ্ন চায়ের দোকানে যাওয়ার সময় চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাত পরিবহনের চাপায় দুজন নিহত হন। নিহত দুজন ওই ট্রাকেরই চালক...