পুলিশ জানায়, শাহনাজ বেগমকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগে পুলিশ ইতোমধ্যে নাসিমাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। তিনি কারাগারে রয়েছেন।ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহআলম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহআলম বলেন,...