‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় অংশ নেওয়া ফ্রান্সের রাজনীতিবিদ রিমা হাসান বলেছেন, স্বাধীনতা অর্জনে শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবো না। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান সামাজিক যোগযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিশ্ব অর্থনীতি অচল করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলকে রুখে দিতে তিনি দেশে দেশে প্রতিবাদের ডাক দিয়েছেন। ফিলিস্তিনের পতাকা হাতে একটি ভিডিও প্রকাশ করেছেন রিমা। সুমুদ বহরে থাকা তার জাহাজটি গাজা উপত্যকার খুব কাছে পৌঁছে ইসরায়েলি হামলার শিকার ও জব্দ হয়। গাজায় গণহত্যা বন্ধের দাবি এবং ফ্লোটিলা মিশন শেষ করার আহ্বান জানিয়েছেন রিমা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স,...