সোভিয়েত ইউনিয়নের কাছে প্রায় এক দশক ধরে গোপন তথ্য বিক্রি করেছেন। এক শটির বেশি গোপন অভিযানের সঙ্গে আপস করেছেন এবং যার কারণে কমপক্ষে ১০টি পশ্চিমা গোয়েন্দা সংস্থা চরম ক্ষতির শিকার হয়েছে। এখানে যাঁর কথা বলা হচ্ছে তিনি মার্কিন ডাবল এজেন্ট (দ্বৈত গুপ্তচর) অলড্রিখ এইমস। ১৯৯৪ সালের ২৮ এপ্রিল এই ডাবল এজেন্টকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ওই বছরের ফেব্রুয়ারিতে বিবিসি এমন একজন গুপ্তচরের সঙ্গে কথা বলেছিল, যাঁর সঙ্গে এইমস বিশ্বাসঘাতকতা করেছিলেন। ১৯৮৫ সালে হঠাৎ করেই উধাও হতে শুরু করেন সিআইএর হয়ে কাজ করা সোভিয়েত এজেন্টরা। একে একে তাদের ধরে নিয়ে যায় এবং প্রায়ই মৃত্যুদণ্ড কার্যকর করে সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি। ওলেগ গর্দিভস্কি ওই ডাবল এজেন্টদের একজন। লন্ডনে কেজিবির স্টেশন প্রধান হলেও তিনি গোপনে বছরের পর বছর যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই-৬–এর...