বিশ্বজুড়ে মানুষ চা পান করেন। চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য এবং সতেজ করার ক্ষমতা এই পানীয়কে জনপ্রিয় করে তুলেছে।বেশিরভাগ মানুষের চায়ের প্রতি আসক্তি থাকে এবং এটি ছাড়া তাদের দিন শুরুই হয় না। তবে অনেক চা পানের অভ্যাস আসলে আমাদের পাচনতন্ত্রের ক্ষতি করে। সেসব চা এড়িয়ে চলতে হবে। নয়তো উপকারের আশায় খেলেও অপকার ছাড়া কিছুই মিলবে না। চলুন জেনে নেওয়া যাক-১. খালি পেটে দুধ চানাস্তার আগে চা পান করলে পাচনতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। রাতভর বিশ্রামের সময় পেট তার অ্যাসিডিক অবস্থা বজায় রাখে। দুধ চা পান করলে পেটে অ্যাসিডের উৎপাদন বৃদ্ধি পায় কারণ এতে ক্যাফেইন এবং ট্যানিন থাকে। খালি পেটে দুধ চা পান করলে অ্যাসিডিটি এবং বুকজ্বালার সংমিশ্রণ ঘটে, যার সাথে পেট ফুলে যাওয়া এবং অন্ত্রের আস্তরণে জ্বালা দেখা দেয়। এই অবস্থার বারবার...