০২ অক্টোবর ২০২৫, ১১:১৮ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১১:২০ এএম সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আইনুল হক বলেছেন, আমরা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। বুধবার (১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রায়গঞ্জ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির পক্ষেই কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে দেশের জন্য কাজ করলে বাংলাদেশ হবে সম্প্রীতি ও গণতন্ত্রের দেশ। তিনি আরও বলেন, দেশে ষড়যন্ত্র এখনও থামেনি। একটি মহল ‘৭১-এর চেতনাকে ধ্বংস করতে চাচ্ছে। বিএনপি ও অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে পরাজিত করা হবে।...